শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার শ্রেয়সকে তারা ধরে রাখেনি। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন দেড় কোটির আজিঙ্কা রাহানে ও ২৩ কোটির ভেঙ্কটেশ আয়ার। শেষ পর্যন্ত রাহানেকেই বেছে নিয়েছে কলকাতা। এবার জানা গেল রাহানেকে অধিনায়ক করার কারণ।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘আইপিএলে ১৮৫টি ম্যাচ খেলেছে রাহানে। দেশের হয়েও প্রায় ২০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। মুম্বাই এবং ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। আইপিএলে প্রথম বছর থেকে খেলছে। এসব মাথায় রেখেই রাহানেকে অধিনায়ক করা হয়েছে।’
অভিজ্ঞ রাহানে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার জার্সিতে খেলবেন। ভারত এবং মুম্বাইয়ের অধিনায়কত্ব করা ছাড়াও আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাজস্থান রয়্যালসকে ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভেঙ্কি বলেছেন, ‘অধিনায়কের দায়িত্ব অনেক। শুধু মাঠে নেমে সিদ্ধান্ত নেওয়াই নয়; টিম মিটিং, কোচেদের সঙ্গে আলোচনা, মিডিয়া সামলানোর কাজও করতে হয়। রাহানের মতো একজনকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।’
এদিকে ২৩.৭৫ কোটি রুপির ভেঙ্কটেশ এর আগে একাধিকবার অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাকে নেতৃত্ব না দেওয়ার ব্যাপারে ভেঙ্কি বলেছেন, ‘এখনই তরুণ কাউকে অধিনায়ক করা উচিত হবে বলে মনে করছি না। বরং রাহানের সঙ্গে থেকে সে আরও শিখতে পারবে। তাই তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। সে অনেক বছর ধরে নাইট রাইডার্সের জার্সিতে খেলছে। তার মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ আছে।’