কুমিল্লার দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় এক যুবদল নেতার ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দাউদকান্দি সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকারের ছোট ভাই মামুনুর রশিদ বাবু খন্দকার বুধবার বিকালে ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের কারণে দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ফাঁকা গুলি করে। রাতে তার সৃষ্টি এন্টারপ্রাইজের অফিসে যৌথবাহিনী অভিযান চালায়।
অভিযানে অফিসের ড্রয়ারের তালা ভেঙে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড শর্টগানের গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাবু খন্দকার বর্তমানে পলাতক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি রাতেই দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামুনুর রশীদ বাবুকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।