সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

খুলনায় বাসচাপায় ইজিবাইক চালক নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

খুলনায় দ্রুতগামী বাসের চাপায় শাহীন শেখ (২৬) নামে এক ইজিবাইচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌনে ৩টার দিকে নগরীর খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন লবণচরা থানার বুখারিয়াপাড়ার মোসলেম শেখের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান,  বরিশাল থেকে তিতাস পরিবহন নামে একটি বাস খুলনার দিকে আসছিল। বাসটি খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকচালক শাহীন শেখের মৃত্যু হয়।

এ সময় ঐ বাসের আঘাতে আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত