বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

সাভারের আশুলিয়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা শাবলু মাতাব্বরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ)  দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে সকালে শাবলুকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, সাভারের নরসিংহপুর এলাকার কেছু মুন্সির বাড়িতে শাবলু মাতাব্বর, তার স্ত্রী এবং স্ত্রীর প্রথম পক্ষের ১৪ বছর ও ৮ বছরের দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন। তার স্ত্রী সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পোশাক কারখানায় কাজ করেন। কিন্তু শাবলু বেকার থাকায় বাসাতেই থাকতো। এই সুযোগে প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময়ে ভয় ভীতি দেখিয়ে ১৪ বছরের সৎ মেয়েকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ বুধবার (১২ মার্চ) রাতে ভুক্তভোগী ১৪ বছরের মেয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা শাবলুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় ধর্ষণের কথা স্বীকার করায় শাবলুকে থানায় সোপর্দ করে স্থানীয়রা। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত