মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে খুন-ধর্ষণ থাকবে না: জামায়াত আমির

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোরআনের অনুশাসন নেই বলেই শিশুরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। অনেককেই জীবন দিতে হচ্ছে। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুরে মিরপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত স্থানীয় সুধীদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান মাসেই বদর যুদ্ধ বিজয়ের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছিল। মক্কা বিজয়ও হয়েছে এ মাসেই। এরপর বড় বড় বিজয়ের মাধ্যমে ইসলাম বিশ্বের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তাই বিশ্ব মানবতার মুক্তির জন্য ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে দেশে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, খুন, ধর্ষণ অপহরণ কোনো কিছুই থাকবে না।

তিনি বলেন, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে দেশ দারিদ্রমুক্ত হবে। কোনও যুবক বেকার বা কর্মহীন থাকবে না। থাকবে না মানুষে মানুষে কোনও ভেদাভেদ বা বৈষম্য। তিনি দেশকে ইসলামী আদর্শের ভিত্তি কল্যাণ রাষ্ট্রের পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত