রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আয়োজনে ইফতার মাহফিল

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার অতীতের ঐতিহ্য বজায় রেখে বৃহস্পতিবার (১৩ মার্চ) এবং আগামীকাল ১৪ মার্চ যমুনা ফিউচার পার্কের মুঘল ও মহল হলে দুই দিনব্যাপী ইফতার মাহফিল ও মেজবানের আয়োজন করেছে। 

উক্ত আয়োজনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এইচ এম ফারুক আহমেদ, রেজিস্ট্রার সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তিনটি অনুষদের সকল ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে পরিণত করেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এ ধরনের মহতী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত