জনতা ব্যাংক পিএলসির উদ্যোগে ব্যাংকের ফরেন রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্সযোদ্ধা ও উপকারভোগীদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সেবাতুষ্টির জন্য প্রতিবছরের মতো এ বছরও পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন রেমিট্যান্স সেবা পক্ষ-২০২৫’ পালিত হচ্ছে।
‘জনতা ব্যাংকের সেবা নিন, টাকা পাঠান ভাবনাহীন’ এই সেøাগান নিয়ে ব্যাংকের প্রতিটি শাখায় ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে এবং নির্বিঘœ সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের এমডি মো. মজিবর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্সের প্রবাহ ধরে রাখার প্রত্যয়ে গ্রাহকদের মানসম্পন্ন সেবাগ্রহণের জন্য জনতা ব্যাংকের ফরেন রেমিট্যান্স সেবাপক্ষে অংশগ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি