এক যুগের বেশি সময় ধরে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই চলে আসছে। বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে এই আলোচনা চালিয়ে যাচ্ছে। অবশ্য বিশ্বকাপ, দুই হালি ব্যালন ডি অর আর দুটি কোপা আমেরিকা জিতে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। এই বিতর্কে এবার যুক্ত হলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম।
সম্প্রতি অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এবং বন্ধু টাইরন মিংসের সঙ্গে এক আলাপচারিতায় প্রিন্স উইলিয়াম জানান, রোনালদোর উদযাপন তার খুব ভালো লাগে। এমনকী সিআর সেভেনের সেই বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনের নকল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোটও পেয়েছিলেন প্রিন্স উইলিয়াম। তিনি জিনেদিন জিদান আর ডেভিড বেকহ্যামের মধ্য থেকে সেরা পেনাল্টি শুটার হিসেবে বেছে নিয়েছেন বেকহ্যামকেই।
একপর্যায়ে অবধারিতভাবেই চলে আসে মেসি-রোনালদো প্রসঙ্গ। দুই কিংবদন্তি ফুটবলারের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলা হলে প্রিন্স উইলিয়াম বেশ বেকায়দায় পড়ে যান। একটু ভেবে তিনি বলেন, ‘আমি মেসিকেই বেছে নেব।’ উইলিয়াম আরও জানান, তিনি ইটন কলেজে পড়ার সময় প্রচুর ফুটবল খেলেছেন। ইটন কলেজ যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে অভিজাত পরিবারের সন্তানরাই পড়াশোনার সুযোগ পান।