রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার সড়কে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মোটরসাইকেল আরোহী এক যুবক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম সৌরভ খান (৩১)। তিনি যশোরের শার্শা উপজেলার জাকির হোসেনের ছেলে। স্ত্রী ও ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে নন্দিপাড়ায় থাকতেন। তিনি রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।
নিহতের মামাতো ভাই মো. ইমরান বলেন, ‘সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করেন। রাতে কোনো ক্লায়েন্টকে বাইকে করে নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এসময় রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার মুখেই কোনো এটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।’
তিনি আরও বলেন, ‘আহত সৌরভকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীকালে স্বজনরা খবর পান। যতটুকু জানা গেছে, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত সৌরভের মরদেহ মর্গে রাখা হয়েছে।