মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১০০ মিটার বাঁশের সাঁকোটি অর্ধলাখ মানুষের গলার কাঁটা

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম

কুড়িগ্রামে ১০০ মিটার দৈর্ঘ্যের নড়বড়ে বাঁশের একটি সাঁকো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের অর্ধলাখ মানুষের। সাঁকোটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনাও।

সরেজমিনে দেখা গেছে, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ১০০ মিটার দৈর্ঘ্যের সাঁকো। কোথাও কোথাও ভেঙে গেছে পাটাতন। তারই ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। এই চিত্র কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের।

ভুক্তভোগীরা জানানেল, দীর্ঘ চার যুগেও বারোমাসি নদীর ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি থেকে পড়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। তারপরও কৃষিপণ্য আনা-নেওয়াসহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীরাও।

স্থানীয়রা জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচন এলে প্রতিশ্রুতির শেষ থাকে না। পরে নির্বাচন শেষ হলে ব্রিজটি নির্মাণে কোনও উদ্যোগ নেওয়া হয় না।

রহিম নামের একজন বলেন, ব্রিজটি নির্মাণে বার বার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনও আশ্বাস পাইনি। পরে উপায়ন্ত না পেয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে বার বার বাঁশের সাঁকোটি মেরামত করে যাতায়াত সচল রেখেছে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুদুরজ্জামান জানান, এই এলাকার বাঁশের সাঁকোর স্থলে পাকা ব্রিজ নির্মাণের সম্ভবতা যাচাই ও প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত