বগুড়ার শেরপুরে একদিনের ব্যবধানে সড়কে ঝড়ল আরেক জনের প্রাণ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাদা খান (৫৫) নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার বলে জানা গেছে। তিনি শাহজাদপুর উপজেলার মৃত আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় আলুবোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছেন।
জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এর আগে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধু নিহত হন। নিহতরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১) ও সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।