ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ১১ বছরের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার (১৪ মার্চ) শৈলকূপা থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ৩ মার্চ ওই উপজেলার আহতাফ কাজীর ছেলে রিপন কাজী ওই মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এরপর মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। বেশ কিছুদিন যাবৎ রিপন একইভাবে উক্ত মেয়েটিকে আরো কয়েকবার ধর্ষণ করেছে বলে সে পরিবারের সদস্যেদের কাছে স্বীকার করে। এই কথা কাউকে না বলতে উক্ত স্কুলছাত্রীর গলায় রিপন ছুরি ধরে ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগীর পরিবারের এক সদস্য বলেন, আমরা লোকলজ্জার ভয়ে মেয়েটিকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। পরে আলাপ আলোচনা করে আমরা পুলিশের শরণাপন্ন হই।
শৈলকূপা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত রিপন কাজীকে আটকের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।