বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় ২ শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে খুঁজছে জনতা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম

বগুড়া ৬ বছর বয়সী দুই শিশুকে খাবারের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশু দু’টির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি তাদের পরিবারের কাছে খুলে বলে। এদিকে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত ধর্ষক নুর ইসলাম (৪০) এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বুধবার (১৩ মার্চ) জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে ঘটেছে। পরদিন বৃহস্পতিবার শিশু দুটি অসুস্থ হলে ঘটনাটি প্রকাশ্যে। অভিযুক্ত দিনমজুর নুর ইসলাম একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

এ ঘটনায় শুক্রবার রাতে কাহালু থানায় দিনমজুর নুর ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনা প্রকাশ হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত নুর ইসলামকে শাস্তি দেওয়ার জন্য খোঁজতে শুরু করেছে।

ওই দুই শিশুর স্বজনদের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন।

কাহালু থানায় মামলা সূত্রে জানা যায়, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা হয়েছে। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত