বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে বিক্রি, পাঞ্জাবির শোরুমকে জরিমানা

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:২৩ পিএম

ঈদের বাজারে দেশে তৈরি পাঞ্জাবিতে ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে ক্রেতাদের কাছে বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে অধিদপ্তরের একটি টিমের অভিযানে এ জালিয়াতি ধরা পড়ে।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম সেলিম পাঞ্জাবি মিউজিয়াম। বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবির জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানের বেশ কিছু শাখা রয়েছে চট্টগ্রাম নগরীতে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে একটি শনিবার দুপুরে সেখানে অভিযানে যায়।

অভিযানকালে সেলিম পাঞ্জাবি মিউজিয়াম নামক প্রতিষ্ঠানটিতে বাংলাদেশে তৈরি বিভিন্ন পাঞ্জাবিতে ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রির বিষয়টি নজরে পড়ে। এসময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা ক্রয় ভাউচার দেখতে চাইলে কর্তৃপক্ষ তার দেখাতে ব্যর্থ হন।

অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, শনিবার রিয়াজউদ্দিন বাজারে ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ নামক প্রতিষ্ঠানে অভিযানকালে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মূল্যে বিক্রির ঘটনা ধরা পড়ে। এসময় প্রতিষ্ঠানের কর্তারা দেশি-বিদেশি কোনো রকম ক্রয় ভাউচার দেখাতে পারেননি। পরে প্রতিষ্ঠানের লোকজন জালিয়াতির কথা স্বীকার করেন। ওই প্রতিষ্ঠানকে প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করার অপরাধে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে, একই বাজারে অবস্থিত ‘পরিস্থান’ নামক আরেকটি পোশাক বিক্রয়কারী একই ধরনের অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি নামক রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং মেয়াদবিহীন দধি বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত