ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই নতুন চমক নিয়ে হাজির হয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসর শুরুর আগেই দলটি এনে দিল আরেকটি চমক। পাঁচবারের শিরোপাজয়ীরা এবার ‘স্পিরিট কোচ’ হিসেবে নিয়োগ দিয়েছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে!
গত দুই আসরে প্রত্যাশিত সাফল্য পায়নি মুম্বাই। তাই নতুন মৌসুম শুরুর আগেই বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবার ব্যতিক্রমী এক পথেই হাঁটল তারা। মেন্টাল কন্ডিশনিং কোচের বদলে সরাসরি বলিউডের জনপ্রিয় অভিনেতাকে এনে চমক দেখাল দলটি।
মুম্বাইয়ের লক্ষ্য এবার ভয়ডরহীন ক্রিকেট খেলা। সেই লক্ষ্যে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে যুক্ত করা হয়েছে জ্যাকি শ্রফকে। তার দায়িত্ব হবে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের মানসিকভাবে উজ্জীবিত রাখা। কঠিন মুহূর্তেও দলের মনোবল চাঙ্গা রাখার দায়িত্ব পড়েছে এই অভিজ্ঞ অভিনেতার ওপর।
অভিনয়জগতে কিংবদন্তি হয়ে ওঠার পথে বহু চড়াই-উতরাই পেরিয়েছেন জ্যাকি শ্রফ। কোনো অভিনয়শিল্পীর পরিবার থেকে না এসেও বলিউডে গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। কঠিন সময় পেরিয়ে তার এই সাফল্য মুম্বাইয়ের ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করতে পারে বলে মনে করছে দলটির ম্যানেজমেন্ট।
আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনির দলের বিপক্ষে নতুন মিশনে নামার আগে ‘স্পিরিট কোচ’ জ্যাকি শ্রফের অনুপ্রেরণাই এবার ভরসা মুম্বাই শিবিরের!