ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে মো. শাহজাহান ভূঁইয়া (৫৭) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার শাহজাহানকে আদালতে সোপর্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।
গ্রেপ্তার মো. শাহজাহান ভূঁইয়া উপজেলার সরিষা ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের বাসিন্দা। শাহজাহান ওই গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।