ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবদুল মান্নান রসুল ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি।
আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রসুল ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমার বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্য সচিবের বাসায় হামলা ভাঙচুর, আইনজীবী সমিতিতে বোমার বিস্ফোরণ ও একাধিক হামলা ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় ৬টি মামলা হয়।
এসব মামলায় মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি ৮ সপ্তাহের আগাম জামিন পান। তবে জামিনের মেয়াদ শেষে ৬টি মামলায় রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।
জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তিনটি মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবশিষ্ট তিন মামলার শুনানি আগামী ১৮ মার্চ ধার্য করেন।
আবদুল মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।