মাদারীপুরের রাজৈরে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ জাচ্চু শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবত মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন জাচ্চু। গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি টিম টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি জাচ্চুকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাসুদ খান জানান, মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।