রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশের আশা হয়ে আসছেন হামজা

বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগেও মাঠে ছিলেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের ম্যাচে গতকাল শেফিল্ড ইউনাইটেডের ১-০ গোলের জয়ের ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম

তাকে নিয়ে প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। হামজা চৌধুরী আসবেন, খেলবেন, জয় করবেন। লাল-সবুজের ভক্তদের একটা বড় অংশের ধারণা অনেকটা এমনই। অত বড় স্বপ্ন না দেখলেও দেশের ফুটবলের যারা নিয়মিত খবর রাখেন, তাদের মনের কোনো একটা সম্ভাবনা তো উঁকিঝুঁকি মারছেই। বড় একটা সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছেন হামজা। বিশ্বের অন্যতম সেরা লিগের এই তারকা এবার খেলবেন লাল-সবুজ জার্সিতে। অভিষেকটা রাঙাতে তার জন্যই বাংলাদেশকে ২৫ মার্চ হারাতে হবে প্রবল প্রতিপক্ষ ভারতকে। ভারতের মাটিতে সেটা যদি সম্ভব হয়, তবে হামজা হয়ে উঠবেন বাংলাদেশের সৌভাগ্যের প্রতীক। দুই দশকের বেশি সময় যে ভারতকে হারানোর স্বাদ নেওয়া হয়নি। সেই স্বাদ দিতে কি পারবেন হামজা। ফুটবল একজনের খেলা নয়। তবে তার মতো একজনের ছোঁয়ায় তো হতে পারে অনেক কিছুই। ২৫ মার্চ কী হবে, সেটা পরেই না হয় জানা যাবে। কেবল জেনে নিন, হামজা আজ আসছেন। এক্কেবারে বাংলাদেশের হামজা হয়েই তিনি আজ সকালে পা রাখবেন বাবা-মায়ের জন্মস্থান সিলেটের মাটিতে।

যার জন্য এতদিনের অপেক্ষা, সেই হামজা বরণে বাফুফের পরিকল্পনা ছিল বেশ কিছু। ভক্ত-সমর্থকদের সামনে হামজাকে তুলে ধরারও ইচ্ছে ছিল। তবে সব কিছু মিলিয়ে অনেক কিছু কাটছাঁট করতে হচ্ছে বাফুফেকে। গত রাতেই শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে সপরিবারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ধরেছেন হামজা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘আগামীকাল (সোমবার) সকালে সিলেটে সরাসরি নামবেন হামজা। এ সময় তার মা, স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে থাকবেন। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে রাতে থাকবেন। এরপর ১৮ তারিখ রাতে তিনি ঢাকায় এসে টিম হোটেলে উঠবেন। পরের দিন অর্থাৎ ১৯ মার্চ সকালে অফিশিয়াল ফটো সেশন ও সংবাদ সম্মেলন হবে টিম হোটেলে। আর সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে অনুশীলন। ২০ মার্চ দলের সঙ্গে তিনি কলকাতা হয়ে শিলং যাবেন।’ 

হামজা ও তার পরিবারের সদস্যদের কঠোর নিরাপত্তা নিশ্চিতে এর মধ্যেই সিলেটে পৌঁছেছেন বাফুফের নির্বাহী কমিটির চার সদস্য। সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথাও হয়েছে তাদের। এদিকে হামজার আগমন ও জাতীয় দলে অভিষেক যাতে মসৃণ হয়, সেটা নিশ্চিত করতে তিন সপ্তাহ আগেই সিলেটে চলে এসেছেন তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। হবিগঞ্জের বাহুবলের স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি আগেভাগেই কথা বলে রেখেছেন। পুলিশ প্রশাসনও হামজা ও তার পরিবারকে শতভাগ নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে। 

এদিকে আজ রাতেই প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতীয় দলের বাকি সদস্যদের। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সৌদির তায়েফ শহরে নিরবচ্ছিন্ন অনুশীলন করেছেন ২৯ ফুটবলার। গত ১০ মার্চ দলের সঙ্গী হয়েছিলেন ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা উইঙ্গার ফাহমেদুল ইসলাম। তায়েফে থাকাবস্থায় স্থানীয় একটি দুর্বল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। বাফুফে সেই ম্যাচের ফলাফল না জানালেও বিভিন্ন সূত্রে জানা গেছে, সেই ম্যাচে বাংলাদেশ ১৩ গোল করেছে। প্রস্তুতি ম্যাচের একটা ঘাটতি তাই থাকছেই বাংলাদেশের। হাভিয়ের কাবরেরা হামজাকে নিয়ে ভারত ম্যাচের আগে কোনো ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেননি। অথচ টানা ১২ ম্যাচ জয়ের মুখ না দেখে ৪০ বছর বয়সী সুনীল ছেত্রীকে ফেরানো ভারত শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে।

দলের সঙ্গে যোগ দিয়ে দেশে মাত্র একটি সেশনে প্রস্তুতির সুযোগ পাবেন হামজা। শিলংয়ে গিয়ে আরও কিছু সময় মিলবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকার পরও হামজা খেলবেন বলেই ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষার ইতি টানার স্বপ্ন নিয়ে দেশ ছাড়বে কাবরেরার দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত