রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

গাজীপুরের কালীগঞ্জ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিএনপি'র নেতাকর্মীদের উপরে  হামলায় ঘটনায় ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কালিগঞ্জ থানার উপরিদর্শক (এসআই ) মিলন মিয়া বাদী হয় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স,  রিপন মিয়া (২৭),  তরিকুল ইসলাম (১৯), আরাফাত রহমান রিয়ান (১৯), চয়ন মিয়া (১৮) এবং  সিয়াম হোসেন (১৮)।

জানা গেছে, শনিবার (১৫ মার্চ) ইফতারের আগে কালিগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া নামক স্থানে সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে মসজিদে হুজুরের বয়ান নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে এক পক্ষের হয়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্সের নেতৃত্বে প্রতিপক্ষকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত