বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হামজাকে একনজর দেখতে সিলেট বিমানবন্দরে উৎসুক জনতার ভিড়

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বেলা ১১টা ৪০ মিনিটে পা রাখবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নতুন তারকা হামজা চৌধুরী। তাকে এক নজর দেখতে সকাল ৯টা থেকেই বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিড় জমাতে থাকেন সমর্থকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়তে থাকে।

সুনামগঞ্জ থেকে পাঁচ বন্ধুর একটি দল সকালে রওনা দিয়েছেন সিলেটের পথে। উদ্দেশ্য একটাই—আপন চোখে দেখা বাংলাদেশের হামজাকে। তাদের একজন বললেন, 'আত্মীয়-স্বজনের জন্য কখনো বিমানবন্দরে আসিনি। কিন্তু হামজার জন্য এসেছি। আজ হয়তো সেই অপেক্ষার অবসান হবে।'

শুধু ফুটবলপ্রেমীরাই নন, সাধারণ মানুষও হামজাকে এক ঝলক দেখার সুযোগ হাতছাড়া করতে চান না। পরিবারের এক সদস্যকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন রফিকুল ইসলাম। এখানে এসে হামজার আগমনের খবর শুনে আর ফিরে যাননি। বললেন, 'বাংলাদেশের ফুটবল আমি নিয়মিত দেখি। হামজার আসার কথা জানতাম, কিন্তু এত সকালে আসবে জানা ছিল না। পরিবারের সদস্যকে বিদায় জানাতে এসেছিলাম, এখন হামজাকে দেখে তবেই ফিরব।'

সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাবেন হামজা। তার আগমনে পুরো হবিগঞ্জ জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত