বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সিলেট বিমানবন্দরে হামজা চৌধুরী, স্বাগত জানাল বাফুফে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার প্রস্তুতি নিতে আজ (সোমবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। সকাল পৌনে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার।

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হিসেবে পা রাখলেন নিজের শেকড়ের মাটিতে।

হামজাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাত নির্বাহী সদস্য। গতকাল চার সদস্যের (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিনজন—রুপু, সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই বাফুফে কর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে স্বাগত জানাতে প্রস্তুত তারা।

হামজাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে সমর্থকদের উপচে পড়া ভিড়। কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে, কেউবা কেবল প্রিয় তারকাকে স্বচক্ষে দেখার জন্য অপেক্ষায়। শুধু সমর্থকরাই নন, বাংলাদেশের হয়ে খেলতে আসা এই ফুটবলারকে কাছ থেকে দেখতে ভিড় করেছেন গণমাধ্যমকর্মীরাও।

সিলেট বিমানবন্দরে নেমে হামজা সরাসরি চলে যাবেন হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

সিলেট বিমানবন্দরের বাইরে জনস্রোত।

আগামীকাল ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে হবে তার অভিষেক। দেশের ফুটবলপ্রেমীরা এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত