রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জামায়াত আমির

জামায়াতকে নির্বাচিত করলে দুনিয়া নয় আখেরাতের সম্পদ বাড়বে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবে না। বরং আখেরাতের সম্পদ বাড়বে। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পথসভায় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যার সুষ্ঠু বিচার ও জালিমদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে অনেকে আহত হয়েছে, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়ে হাসপাতালের বিছানায় কেউবা বাড়িতে কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবনবাজি রেখে লড়াই করেছে, সেই ছাত্রজনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। এই খুনিদের যথাযথ বিচার বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী দাবি করছি। গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই।

পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহিদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশু কন্যাকে দেখতে জামাতের আমির তার বাসা ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকায় যান। পরে তিনি শহীদ সেলিমের কন্যার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অবিলম্বে সেলিম তালুকদারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। বিচার নিয়ে কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়েত ইসলামী ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত