মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হাইকোর্টের রায়

ড. ইউনূসের গ্রামীন শক্তি দইয়ের বিরুদ্ধে মামলা বাতিল 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের (বর্তমানে প্রধান উপদেষ্টা) বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আইনে করা মামলার কার্যক্রম বাতিল করেছে উচ্চ আদালত। মামলা বাতিল প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে আজ সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০১০ সালে রাজধানীর বংশালের একটি দোকানে ১০০ গ্রামের শক্তি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ তোলে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১১ সালের ১০ জানুয়ারি গ্রামীন ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, বংশালের ওই দোকানের স্বত্ত্বাধিকারী মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষারের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আইনে মামলা করেন সিটি করপোরেশনের একজন স্বাস্থ্য পরিদর্শক।

২০১১ সালের ২৭ জানুয়ারি সংশ্লিষ্ট আদালত থেকে এ মামলায় জামিন পান ড. ইউনূস। পরে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ২০১১ সালে হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও তা বাতিল প্রশ্নে রুল দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হলো।

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ। ব্যারিস্টার তানিম হোসেইন শাওন দেশ রূপান্তরকে বলেন, ‘রুল শুনানির সময় হাইকোর্ট সিটি করপোরেশনের বক্তব্য লিখিতভাবে জানতে চায়। সিটি করপোরেশন আজ (গতকাল) আদালতে একটি প্রতিবেদন দাখিল করে বলেছে, যে টেস্ট রিপোর্টের ভিত্তিতে মামলাটি করেছিল সেটা ভুল ছিল। আদালতে আমরা বলেছি, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছিল। হাইকোর্ট মামলাটির রুল মঞ্জুর করে মামলার কার্যক্রম বাতিল করেছেন।’

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত