নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের দিতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। রিটকারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটির শুনানির জন্য উপস্থাপন করা হয়। মঙ্গলবার শুনানি হতে পারে।
রিট আবেদনের যুক্তিতে তিনি বলেন, ‘পুরনো আইনের আলোকে ইসি এ বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছে। এছাড়া বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা রয়েছে এই বিজ্ঞপ্তি সেই স্পিরিটের বিরুদ্ধে গেছে। শুধু তাই নয়, ইসির এই সিদ্ধান্তে পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে আবেদনের আহবান জানানো হয়।