রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাছাইপর্ব থেকে ছিটকে গিয়ে মেসির আবেগঘন বার্তা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম

অনেক লুকোছাপার পর অবশেষে জানা গেল, লিওনেল মেসি ইনজুরিতে আক্রান্ত। ইনজুরির কারণেই চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচদুটি তিনি মিস করবেন। এটা নিশ্চিত হওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, 'জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি মিস করতে হবে বলে খারাপ লাগছে। আমি সত্যিই খেলতে চায়, কিন্তু একটি ছোট্ট ইনজুরির কারণে আমাকে বিশ্রাম প্রয়োজন। তাই আমি সেখানে থাকতে পারছি না। অন্য সব সমর্থকের মতোই এখান থেকে আমি দলকে সমর্থন করব ও গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।'

এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাংলাদেশ সময় গতকাল ভোরে মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২–১ গোলে জয়ের ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পান মেসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেসির ঊরুর মাংসপেশিতে টান লেগেছে। সুস্থ হয়ে উঠতে তিনি যুক্তরাষ্ট্রেই থাকবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত