শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এক মিনিট নিরবতার পর জানা গেল ফুটবলার মারা যাননি!

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম

অদ্ভুত এক ঘটনা ঘটেছে বুলগেরিয়ার ফুটবল লিগে। ক্লাবের সাবেক এক খেলোয়াড় মারা গেছেন শুনে বর্তমান খেলোয়াড়েরা এক মিনিট নিরবতা পালন করে ফেললেন। পরে জানা গেল, সেই খেলোয়াড় বেঁচে আছেন!

গত রবিবার বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালির সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুর খবর আসে। ওইদিন কারজালির ম্যাচ ছিল লেভস্কি সোফিয়ার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে দুই দল মাঝমাঠে লাইন ধরে দাঁড়িয়ে মাথা নিচু করে ক্লাবটির খেলোয়াড়েরা এক মিনিট নীরবতা পালন করে। 

খেলা শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনো জীবিত। এই ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে ক্লাবটি। কিন্তু প্রযুক্তির এই যুগেও এমন ঘটনা কীভাবে সম্ভব- সে প্রশ্ন তুলছেন অনেকেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত