জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে বাসের হেলপারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিক্টর ক্লাসিকের ১০টি বাস আটকে রাখে। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো আটক করে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, জবির ইংরেজি বিভাগের এক ছাত্রী গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন। বাসের অন্যান্য যাত্রীদের বিষয়টি জানানো হলেও কেউ এগিয়ে আসেননি। পরে ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তার বন্ধুদের ঘটনাটি জানান। এরপরই বন্ধুরা ভিক্টর ক্লাসিকের বাসগুলো আটকে দেন। তবে হেনস্তাকারী হেলপার এবং বাসটি খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় ওই ছাত্রীর বন্ধু সিফাত সাকিব বলেন, ‘আমাদের ব্যাচের এক বন্ধুকে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেনস্তা করা হয়েছে। আমরা ওই বাসের হেলপার এবং বাসটিকে খুঁজে পাইনি। তাই আমরা ভিক্টর ক্লাসিকের ১০টি বাস আটক করেছি।’
হেনস্তার শিকার ছাত্রী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্তার শিকার হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্তার শিকার হয়েছি, তা যেন আর কোনো মেয়ের না হয়।’
এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভিক্টর ক্লাসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।