বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

ময়মনসিংহের নান্দাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ. মোমেন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোমেম একই গ্রামের মৃত মোখলেস আলীর ছেলে। তিনি স্থানীয় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে অবসরে যান। সম্প্রতি তার চাচাতো ভাই সবুজ ও আজিম মিয়ার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে রাস্তা নেওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে মোমেনকে তার চাচাতো ভাইয়েরা ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত