শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ক্রিকেটার সেজে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম

ক্রিকেট দলের সদস্য সেজে অবৈধভাবে প্রবেশের সময় মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় তাদের আটক করা হয়। 

মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, দলটি ক্রিকেটের পোশাক পরে এবং টুর্নামেন্ট সংস্থার একটি চিঠি উপস্থাপন করে কর্মকর্তাদের প্রতারণা করার চেষ্টা করেছিল। তবে একেপিএসের মতে, তদন্তে দেখা গেছে— পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের জারি করা চিঠিটি জাল ছিল।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না। তারা যখন গ্যারান্টার হিসেবে স্পনসর পাওয়ার চেষ্টা করেছিল তখন এটি আরও সন্দেহজনক হয়ে ওঠে।

তবে উপস্থিত ‘গ্যারান্টার’ স্বীকার করেছেন, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য রাখেননি এবং কেবল কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানিয়েছে, আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, তাদের ক্রিকেটার হওয়ার কোনো প্রমাণ নেই এবং এটি সম্ভবত এমন একটি চক্রের অংশ যারা ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল অন্য কোনো উদ্দেশ্যে।

এরপর, দলটিকে মালয়েশিয়ায় অবতরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিদ্যমান অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে একেপিএস।

মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কর্মসংস্থান বা মানবপাচারের মতো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত