বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১১:২৪ পিএম

ঢাকাস্থ কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সোমবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালীর সন্তান এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কুমারখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ম আ কাশেম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রেজাউল ইসলাম ও অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবু লায়েক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ছরোয়ার হোসেন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত কুমারখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আশরাফুল আলম পাপ্পু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সূচনা। শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই অরাজনৈতিক সংগঠনটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত