রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সন্ত্রাস মামলায় আটক এরদোগানের প্রতিদ্বন্দ্বী ইমামোগলু

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:২২ এএম

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে সন্ত্রাসবাদ মামলায় আটকের ঘটনায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল বুধবার তার আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।  

মাত্র এক বছর আগে ৫১ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছিলেন ইমামোগলু। তবে নতুন এই মামলার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অপসারণ করে সরকারের মনোনীত একজনকে মেয়র পদে বসানোর ক্ষমতা পাবেন।  

এর আগে, গত মঙ্গলবার, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে, যা তার মেয়র পদ হারানোর পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।  

এপ্রিল মাসে বিরোধী দল সিএইচপি তাদের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করতে পারে, যেখানে ইমামোগলুকে এরদোগানের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। উল্লেখযোগ্যভাবে, এরদোগানও একসময় ইস্তাম্বুলের মেয়র থাকাকালীন কারাবরণ করেছিলেন।  

এই ঘটনায় তুরস্কের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত