সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

'সব কিছু ছিল সাজানো, ফিফা মেসিকে বিশ্বকাপ জিতিয়েছে'

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম

২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। পুরো ফুটবলবিশ্বের দৃষ্টি ছিল দুই মহারথীর দিকে—আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অবশেষে পেনাল্টি শুটআউটে মেসির দলই শিরোপা ঘরে তোলে। কিন্তু, এখনো বিতর্ক শেষ হয়নি।  

ফ্রান্সের সাবেক ডিফেন্ডার প্যাট্রিস এভরা র‍্যাডিও চ্যানেল 'আরএমসি স্পোর্ট'-এর অনুষ্ঠানে এসে বললেন এমন এক কথা, যা নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার মতে, ২০২২ বিশ্বকাপ আসলে ফিফার ‘উপহার’ ছিল মেসির জন্য! 'আমরা সবাই জানি, ২০২২ সালে ফিফা মেসিকে বিশ্বকাপ জিতিয়েছে। সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। এমনকি ফরাসিরাও মেসির হাতে কাপ দেখতে চেয়েছিল!' বলেছেন এভরা। 

তার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই একমত, আবার অনেকে এটিকে ‘হতাশার বহিঃপ্রকাশ’ বলে উড়িয়ে দিয়েছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত