অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিল্লি গ্রামের জগদীশ চন্দ্র রায়ের ছেলে পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী-৫৬ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালকাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া এলাকা দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ২ মাস ১৫ দিন আগে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে অবস্থান করে তারা। কাজ শেষে ২০ হাজার টাকার চুক্তি করে দালাল চক্রের মাধ্যমে পুনরায় দেশে ফেরার চেষ্টা করে। এ সময় দালাল চক্রের দুজন সদস্য পালিয়ে যায়।