শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে ব্রাজিলের রোমাঞ্চকর জয়

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাদ সাধলেন ভিনিসিয়ুস জুনিয়র। সবাই যখন ড্রয়ের হতাশায় ডুবতে বসেছে, ঠিক তখনই বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়ে মাতিয়ে তুললেন গ্যালারি। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল ব্রাজিল। ২৬ মার্চ আর্জেন্টিনা ম্যাচের আগে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবেই।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল উপহার দেয় ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়াকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে প্রচণ্ড গতিতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। তাকে থামাতে গিয়ে ফাউল করে বসেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ছন্দে থাকা রাফিনহা।

৯ম মিনিটে ব্যবধান প্রায় ২-০ হয়েই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলটি হয়নি। প্রথমার্ধের শেষদিকে অবশেষে গোলের মুখ দেখে কলম্বিয়া। দারুণ এক আক্রমণ থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ। এরপর থেকেই যেন ধার হারাতে থাকে ব্রাজিলের ফুটবল। আক্রমণাত্বক শুরুর পর কেন যেন তারা গুটিয়ে যেতে থাকে! বাড়তে থাকে ম্যাচ ড্র হওয়ার আশঙ্কা।

বিরতির পর ৬৪ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করেও প্রতিপক্ষ রক্ষণের সামনে খেই হারায় ব্রাজিল। ৬৮ মিনিটে কলম্বিয়ার আক্রমণ রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৯৮ মিনিটে দর্শনীয় এক গোল করে ব্রাজিলের মান বাঁচান ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসল ব্রাজিল। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত