শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল ইসরায়েল

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৪২ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে এই বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা অনুমান করতে ব্যর্থতার জন্য রোনেন বারকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। রোনেন বার ২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৯ দিন আগে, ১০ এপ্রিল, এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।  

এর আগে রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোনেন বারের সঙ্গে ‘অবিশ্বাসের’ সম্পর্কের কথা উল্লেখ করে তাকে বরখাস্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রোনেন বার এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।  

এই বরখাস্ত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা পরিস্থিতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতা এবং নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে রোনেন বারের সম্পর্কের টানাপড়েন এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত