রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দেখে নিন বুলেট গতির শটে ভিনিসিয়ুসের গোল (ভিডিওসহ)

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

যে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে গোলের পর গোল করে যান, সেই ভিনিসিয়ুসই জাতীয় দলের জার্সিতে ম্লান। ব্রাজিলের হয়ে গত রাত পর্যন্ত ৩৮ ম্যাচে করেছেন মাত্র ৬টি গোল! এই পরিসংখ্যান দেখে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। গত রাতে ভিনির শেষ মুহূর্তের গোলেই কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। দূরপাল্লার দারুণ এক শটে বল জালে পাঠিয়েছেন ভিনি।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে তখন ৯৮ মিনিটের খেলা চলছে। ম্যাচে ১-১ সমতা। এমন সময় সতীর্থের পাস পেয়ে বাঁ প্রান্ত থেকে একটু সরে ভেতরে ঢোকেন ভিনি। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন। বল কলম্বিয়ান সেন্টার ব্যাক কার্লোস কুয়েস্তোর পা ছুঁয়ে বাতাসে ভেসে চলে যায় জালে। জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ পর গোল পেলেন ভিনি, সর্বশেষ করেছিলেন গত ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে।

ভিনির গোলটি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দেরিতে (৯৮ মিনিট ২১ সেকেন্ড) করা জয়সূচক গোল। ম্যাচ শেষে ভিনি বলেছেন, ‘দলের পারফরম্যান্সে খুব খুশি। জয়টা আমাদের প্রাপ্য ছিল। গোলটাও আমার প্রাপ্য ছিল। আজকের গোলটি আসলে স্বস্তির, সুখেরও। জাতীয় দলের হয়ে খেলার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যতবারই খেলি, মনে হয় প্রথমবার।’

দেখে নিন ভিনিসিয়ুস জুনিয়রের গোলটি:

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত