রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আইপিএল হলো সব টি-টোয়েন্টি লিগের ‘ড্যাডি’

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা। আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো অচেনা দেশেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। তবে অর্থ, আয়োজন বা সামগ্রিক বিশালতায় অন্য সব লিগ থেকে আইপিএল যে যোজন যোজন এগিয়ে, সেটা আর নতুন করে বলতে হবে না। অষ্টাদশ আইপিএলের আগে সেই কথাটাই আবার শোনা গেল রবিন উত্থাপার মুখে।

সাবেক ভারতীয় ব্যাটসম্যান উত্থাপা বলেছেন, ‘ক্রিকেট খেলাটিতে নতুন মাত্রা এনে দিয়েছে আইপিএল। খেলাটিকে দুই-তিন ধাপ এগিয়ে নিয়ে গেছে। বিবর্তনটা এত দ্রুত হচ্ছে যে, কিছু লোক তাল মেলাতে হিমশিম খাচ্ছে। ক্রিকেটের সঙ্গে এক ধরনের রোমাঞ্চ সবসময়ই মিশে ছিল। এখন সেই রোমাঞ্চ রূপ নিয়েছে গতিময়তা এবং উত্তেজনায়। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোর অবিসংবাদিত ড্যাডি হয়ে উঠেছে আইপিএল। এটা সত্যিই নতুন যুগের সূচনা করেছে।’

প্রতি আইপিএলেই নতুন কিছু চমক থাকে। এবারের আসরেও তেমন কিছুই আশা করছেন উত্থাপা, ‘যদিও আমাদের মনে হচ্ছে, সবকিছু প্রায় দেখে ফেলেছি, তবু আমার কোনো সংশয়ই নেই যে, আরও অনেক কিছু জমা আছে। এই মৌসুমে আমরা ১ হাজার ছক্কা দেখতে পারি, কোনো দল ২০ ওভারে ৩০০ করে ফেলতে পারে, ২৭৫ রান তাড়ায় জিততে দেখতে পারি। আইপিএলের ব্যাপারটিই এমন। যখন মনে হয়, আর কিছুই দেখার বাকি নেই, খেলাটা তখন নতুন বিস্ময় উপহার দিয়ে ঘোষণা দেয়, আরও আসছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত