মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্রিজের পাটাতন ভেঙে ২২ ঘণ্টা বন্ধ ভারী যান চলাচল

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে প্রায় ২২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ভারী যান চলাচল। এর ফলে  বৃহস্পতিবার (২০ মার্চ) রাত থেকে ব্রিজের দুই পাড়ে আটকা পড়েছে প্রায় দুই শতাধিক পাথর ও কয়লা বোঝাই যান। বিকল্প পথ না থাকায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলাচলকারীরা।
 
স্থানীয় ও মালবাহী চালকরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্রিজের মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে গেলে এ দুর্ভোগ সৃষ্টি হয়। তবে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করলেও দুই পাশে যানজট থাকায় ভোগান্তিতে পড়ছেন সবাই। 

ট্রাক চালক মান্নান মিয়া বলেন, শুক্রবার সকাল থেকে আটকে আছি। ব্রিজের ক্ষতি হওয়ায় যান চলাচল বন্ধ। কখন যে ব্রিজ ঠিক হবে বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, দ্রত সংস্কারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত