আজ শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের অষ্টাদশ আসর। এর আগেই সাকিব আল হাসানের ওপর থেকে বোলিংয়ের নিষেধাজ্ঞা উঠে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে। বর্তমানে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলছেন না সাকিব। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, আইপিএলের অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ হয়েছে সাকিবের।
এবারের আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। একটা সময় সাকিবই বছরের পর বছর আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গেছেন। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ দাবি করেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে নাকি আলোচনা করেছেন সাকিব। এই তিনটি দলের যে কোনো একটির হয়ে তাকে আইপিএলে দেখা যেতে পারে।
প্রশ্ন উঠতে পারে, এ তিনটি দলই কেন সাকিবকে নিয়ে আগ্রহী? আসলে এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। এদিকে সাকিব বোলিং করার ছাড়পত্র পেয়ে যাওয়ায় তিনি অল-রাউন্ডারের ভূমিকা নিতে পারবেন। তবে বিষয়টি এত সহজ নয়। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ ইনজুরির কারণে ছিটকে যায়, বা কেউ নাম প্রত্যাহার করে, তবেই সাকিবকে আইপিএলে দেখা গেলেও যেতে পারে।
ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই সাকিব নাকি এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন তার খেলার ব্যাপারে কোনো বাধা নেই। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। এরপর ডিসেম্বরে তার বোলিং নিষিদ্ধ করা হয়। তারপর বেশ কয়েকবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে অবশেষে গত ১৯ মার্চ তিনি বোলিংয়ের ছাড়পত্র পান।