বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদের আইপিএলে খেলা নিয়ে অনেক নাটক হয়েছে এবং এখনো হচ্ছে। অনেকদিনের গুঞ্জন, তাসকিনকে নাকি আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চায়। কিন্তু বিসিবি অনাপত্তিপত্র দিচ্ছে না। আবার বিসিবির বক্তব্য- তাসকিন নাকি অনাপত্তিপত্রও চাননি! সে যাই হোক, লখনৌ সুপার জায়ান্ট অবশ্য তাসকিনকে দলে নেয়নি, নিয়েছে শার্দুল ঠাকুরকে।
চোটজর্জর লখনৌ সুপার জায়ান্টস থেকে সম্প্রতি ছিটকে গেছেন পেসার মহসিন খান। পুরো মৌসুমেই তার খেলা হবে না। তাসকিন আহমেদ নিজেই জানিয়েছিলেন, লখনৌ সুপার জায়ান্টস তাকে পেতে চায়। কিন্তু মহসিনের বদলে লখনৌ বেছে নিয়েছে শার্দুল ঠাকুরকে, যিনি গতিময় বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ভালোই ব্যাট চালাতে পারেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গতকাল শনিবার বিকেলে ২ কোটি রুপির বেজ প্রাইজে দলে নেওয়া হয়েছে শার্দুলকে। নিঃসন্দেহে তিনিই লখনৌয়ের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন। বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে আছেন শামার জোসেফ। সঙ্গে স্থানীয় হিসেবে আছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদব। এখন পর্যন্ত ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছেন মায়াঙ্ক যাদব, আবেশ খান এবং আকাশ দীপ।
এখন পর্যন্ত আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে ৯৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। এর আগে পাঁচটি ভিন্ন দলের হয়ে তাকে খেলতে দেখা গেছে- পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এবারই প্রথম খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। এদিকে তাসকিন আহমেদকে অপেক্ষায় থাকা ছাড়া কিছু করার নেই।