বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ট্রাইব্যুনালের সামনে জুলাই-আগস্টে স্বজনহারাদের বিক্ষোভ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

জুলাই-আগস্টে গণহত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শহীদদের স্বজনরা। সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে তারা অবস্থান নেন।

বিক্ষোভরতদের দাবি, জুলাই-আগস্টে গণহত্যার আট মাস অতিবাহিত হলেও এখনো হত্যার বিচার হচ্ছে না। আমরা সুষ্ঠু বিচার চাই। বিচারের নামে রঙ্গমঞ্চ ও তামাশা করা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে।

এর আগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণহত্যার দ্রুত বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেন তারা। পরে একটি মিছিল নিয়ে ট্রাইব্যুনালের সামনে আসেন।

আন্দোলনে নিহত নাদিমুল হাসান সেলিমের বাবা বলেন, ‘আমার ছেলেকে শেখ হাসিনা খুন করেছে। তার মতো স্বৈরাচার যেন দেশে আর না আসে।’ বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। ক্ষমতায় বসে কেউ তাদের খবর রাখে না বলেও অভিযোগ করেন তিনি। 

শহীদ আমিনের মা বলেন, ‘হাসিনার অত্যাচারের শিকার হয়েছে সবাই। আমরা আমাদের সন্তান হারিয়েছি, তার বিচার চাই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত