শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফেনীতে চেতনানাশক খাইয়ে দুই বাড়িতে লুট, হাসপাতালে ১১

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

ফেনীতে চেতনানাশক খাইয়ে দুই বাড়িতে লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) সকালে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে রোববার (২৩ মার্চ) রাতে জেলার দাগনভূঞা উপজেলা সদর ইউনিয়নের জগতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তালতলী বাজার সংলগ্ন ওই দুই বাড়িতে অভিনব কায়দায় দুটি হিন্দু ও দুটি মুসলিম পরিবারের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় দূর্বৃত্তরা। খাবার শেষে ঘুমের মাঝে সকল সদস্য অচেতন হয়ে পড়লে উভয় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। সকালে অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীদের ১১ জনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এরা হলেন ওই গ্রামের অরুন চন্দ্র দে’র স্ত্রী কল্পনা রানী দে (৫৬),  ছেলে সাগর চন্দ্র দে (১৯), রাখাল চন্দ্র দে’র ছেলে কার্তিক চন্দ্র দে (২৩), শংকর চন্দ্রের স্ত্রী সবিতা রানী রায় (২৯), অরুণ চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র দে (২৭),রাখাল চন্দ্র দে’র স্ত্রী দিপালী রানী দে (৪৫),নক্ষত্র কুমার দে’র ছেলে অরুণ চন্দ্র দে (৫৫),  নুরুল আফসারের স্ত্রী রোকসানা আক্তার (৩০), মেয়ে বিবি মরিয়ম (১০), বিবি মাইশা (৫) ও রহমত আলমের স্ত্রী আরিফা খাতুন (৭০)।
 
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাসমিয়া প্রান্তিক বলেন, তাদের খাবারের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেয়া হয়েছিল। তবে তেমন ক্ষতিকর কিছু নয়। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। 

খবর পেয়ে ভুক্তভোগীদের দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী সালেহউদ্দিন, সদর ইউনিয়নের আমির মো/ আলাউদ্দিন, সেক্রেটারি খুরশিদ আলম, জগতপুর ওয়ার্ড সভাপতি হাফেজ আশ্রাফ উদ্দিন প্রমূখ। এ সময় তাদের আরোগ্য কামনা ও  চিকিৎসা সহায়তা প্রদান করেন তারা।

তবে এ রিপোর্ট লেখা বিষয়টি নিয়ে অবগত নয় থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত