শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম

ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ওই অঞ্চলের বাছাই পর্বের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে নিউ ক্যালেডোনিয়াকে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেল নিউজিল্যান্ড। এর আগে সবশেষ তারা বিশ্বকাপে খেলেছিল ২০১০ সালে। তার আগে ১৯৮২ তে খেলেছিল প্রথমবার।

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল জাপান।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র দ্বীপ নিউ ক্যালেডোনিয়ার বিশ্বকাপে যাওয়ার আশা এখনই শেষ হয়ে যায়নি। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের আরেকটি সুযোগ পাবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫২ নম্বরে থাকা দলটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত