বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার মারধরে মনি (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়া সুলতান তাকে মারধর করে হত্যা করে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে কড়াইল বস্তি আদর্শ নগর বেলতলায় একটি টিনসেড দোতলা বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মনিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি শেরপুর জেলায়। তিনি কড়াইল বস্তিতে স্বামী আনিসের সাথে থাকতেন। আনিসের দ্বিতীয় স্ত্রী মনি। আনিস পেশায় পরিবহন ব্যবসায়ী।

নিহতের স্বামী আনিস অভিযোগ করে জানান, তাদের বাড়ির ভাড়াটিয়া সুলতানের স্ত্রী মমতাজকে চল্লিশ হাজার টাকা ধার দিয়েছিলেন মনি। দীর্ঘদিন ধরে সেই পাওনা টাকা চেয়েও ফেরত পাচ্ছিলেন না। উল্টো টালবাহানা করছিলেন। সন্ধ্যায় মনি ভাড়াটিয়া সুলতানের কাছে সেই পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সুলতান, তার স্ত্রী মমতাজ ও তাদের দুই সন্তান মুন্নি ও মনিকে মারধর করে এবং পেটে সজোরে লাথি মারে। এতে অচেতন হয়ে পড়েন মনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ভাড়াটিয়া দম্পতি ও তাদের দুই সন্তান পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত