প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঈদের আমেজে ভরিয়ে দিতে ফ্রান্সে অনুষ্ঠিত হলো ‘ঈদ বাজার ও বাণিজ্য মেলা’ সলিদারিতে আসি ফ্রান্স (এসএ এফ) এর আয়োজনে এই মেলা হয়ে ওঠে প্রবাসীদের এক উৎসবমুখর মিলনমেলা।
ঈদকে সামনে রেখে কেনাকাটার আবহ তৈরি করতেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী মেলার। ফ্রান্সের নানা প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ পণ্য, পোশাক, খাবার সমাহার নিয়ে মেলায় অংশ নেন। দর্শনার্থীরা যেমন নিজেদের পছন্দের পণ্য কিনেছেন, তেমনি উপভোগ করেছেন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ।মেলায় ছিল প্রাণবন্ত পরিবেশ ও নানা আয়োজন। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নারীদের জন্য ছিল আকর্ষণীয় শাড়ি, থ্রি-পিস, গয়না ও গৃহসজ্জার পণ্যের স্টল।
মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা জয়নব ফ্যাশন ওনার ফাতেমা জানান এবারে মেলায় অনেক সাড়া পাচ্ছি এমন আয়োজন প্রচলিত থাকলে বাংলাদেশীদের মধ্যে ভ্রাতিত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি হবে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এই আয়োজন যেন সবাইকে ক্ষণিকের জন্য হলেও ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশি সংস্কৃতির আবহে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ধরে রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে তারা প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন। এসএফের প্রেসিডেন্ট এন কে নয়ন জানান, এটি আমাদের পঞ্চম আয়োজন। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব। মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।