বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে তিনি বলেন, ‘অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।’ পরে রুহুল কবির রিজভী আরেক বিজ্ঞপ্তিতে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠনের কথা জানানো হয়। সেখানে বলা হয়, গঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে।
এজন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ড্যাবের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।