রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সংবাদ সম্মেলনে অলি

মুক্তিযুদ্ধ এবং চব্বিশকে যারা এক দেখে তারা পাগল

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৫০ এএম

একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানকে যারা এক কাতারে বিবেচনা করে তাদের ‘পাগল’ বলে অভিহিত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, ‘কিছু কিছু পাগল ৫ আগস্ট জুলাইয়ের ঘটনাকে ১৯৭১ সালের ঘটনার সঙ্গে এক করতে চায়। পাগলদের বলব, পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয়, এটা ঠিক না বা পাগড়ি লাগালেই যে মস্তিষ্ক উর্বর হয়, এটাও ঠিক না।’

গতকাল সোমবার দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অলি আহমদ এ মন্তব্য করেন।

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অলি বলেন, ‘১৯৭১ সাল ছিল একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশের যুদ্ধ। আর এটা (জুলাই-আগস্ট অভ্যুত্থান) ছিল একটা মুভমেন্ট। সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট। এ দুটি জিনিসকে একসঙ্গে করা পাগলামির শামিল। এ পাগলামি বন্ধ করতে হবে। কোনো জিনিস খাটো করে দেখার নেই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত