রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অভিশংসনের পর ফের প্রেসিডেন্ট পদে হান ডাক-সু

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:২৭ এএম

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এসেছে, কারণ দেশটির সাংবিধানিক আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার আদালত ৭-১ ভোটে রায় দেয় যে হানের অভিশংসন খারিজ করা উচিত, ফলে তাকে আবারও দেশের সর্বোচ্চ পদে ফিরিয়ে আনা হয়। সূত্র: আলজাজিরা।

আদালতের পাঁচজন বিচারপতি তাদের রায়ে উল্লেখ করেছেন যে, ৭৫ বছর বয়সী হানের বিরুদ্ধে অভিশংসনের জন্য পর্যাপ্ত প্রমাণ নেই, যদিও তাঁর বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব আইনগতভাবে বৈধ ছিল।

এ রায় এমন এক সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসনের পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আদালতের আটজন বিচারপতি বর্তমানে প্রেসিডেন্ট ইউনের ভাগ্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির পর প্রেসিডেন্ট ইউনকে স্বল্প সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আদালতের এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং দেশটির ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, তা নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত