বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিল ম্যাচের আগেই বিশ্বকাপ চূড়ান্ত পর্ব নিশ্চিত আর্জেন্টিনার

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৪:৪১ এএম

দক্ষিণ আমেরিকার মহারণের আগেই দারুণ সুখবর পেল আর্জেন্টিনা। ২০২৬ সালের গ্রীষ্মে তারা উত্তর আমেরিকার মাটিতে নিজেদের বিশ্বকাপ শিরোপা রক্ষার সুযোগ পাবে। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য (০-০) ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল, যা ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচের আগেই তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

আর্জেন্টিনা হলো সপ্তম দেশ যারা ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল। স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর জাপান, নিউজিল্যান্ড ও ইরানের নাম বিশ্বকাপে আগেই নিশ্চিত হয়েছিল। তাই লিওনেল মেসির সামনে আরও একটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার সুযোগ তৈরী হলো। 

এ নিয়ে ১৯তম বার বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত